ঢাবির এফ রহমান হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক রফিক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ

  ঢাবি প্রতিনিধি:

অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামকে (রফিক শাহরিয়ার) নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তাকে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ১২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।”

এর আগে এই পদে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খান। ড. রফিক শাহরিয়ার বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টের মেয়াদ তিন বছর। একজন শিক্ষক সর্বোচ্চ দুই মেয়াদে হল প্রভোস্ট হিসেবে থাকতে পারেন। তারা প্রভোস্ট বাংলোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পান।


আমার বার্তা/জালাল আহমদ/এমই