ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের পদত্যাগ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১১:৫০ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর তিনি এ পদত্যাগপত্র পাঠান।

এর আগে শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগ করার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। তার সঙ্গে বর্তমান প্রশাসনের অন্য কর্মকর্তাদের পদত্যাগের দাবি ছিল শিক্ষার্থীদের।

২০২০ সালের ১৮ নভেম্বর ডুয়েটের উপাচার্য পদে যোগদান করেন অধ্যাপক হাবিবুর রহমান। তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন ‌‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’র সভাপতির দায়িত্বেও ছিলেন। উপাচার্য পদ থেকে পদত্যাগ করায় পরিষদের সভাপতির পদও হারালেন তিনি।


আমার বার্তা/জেএইচ