রোববারের মধ্যে ইবিতে ভিসি নিয়োগের আল্টিমেটাম

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১১ | অনলাইন সংস্করণ

  ইবি সংবাদদাতা:

আগামীকাল রোববারের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিতে আল্টিমেটার দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এই দাবিতে শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে একঘন্টার বেশি সময় অবরোধ রেখে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার বিকেলেও একই দাবিতে মহাসড়ক অবরোধ ও গত সপ্তাহে দুদফায় বিক্ষোভ ও ছাত্র সমাবেশে করেন ইবি শিক্ষার্থীরা।

এর আগে বেলা সোয়া ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে মহাসড়কে সমবেত হন। এসময় রবিবারের মধ্যে উপাচার্য নিয়োগ না হলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও ইবিতে এখনও কেন দেওয়া হলো না? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, কিভাবে দাবি আদায় করতে হয় সেটি ছাত্রসমাজ ভালোভাবেই জানে। আমাদেরকে আরও কঠোর আন্দোলন যেতে বাধ্য করবেন না। অতি শীঘ্রই আমরা একজন সৎ, যোগ্য একাডেমিশিয়ান, দুর্নীতিমুক্ত ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, শিক্ষার্থীদের বিরোধীতা করবে এমন উপাচার্য আমরা চাই না। এখন সংস্কারের সময়, আর পিছনে তাকানোর সুযোগ নেই। দুর্নীতির দায়ে অভিযুক্ত কেউ উপাচার্য হলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। আমরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। যার একদিন পেরিয়ে গেছে। আগামীকাল (রবিবার) আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে আমরা ছাত্রসমাজ কঠোর হতে বাধ্য হবে।

 

আমার বার্তা/আজাহারুল ইসলাম/এমই