৭১ দিন পর খুললো রোকেয়া বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২০ | অনলাইন সংস্করণ

  রংপুর প্রতিনিধি:

৭১ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) খুলেছে। শিক্ষার্থীদের ক্লাসও শুরু হয়েছে। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এদিকে বেরোবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বিশ্ববিদ্যালয় খোলার পরপরই ছেলেদের ২টি, মেয়েদের ১টিসহ ৩টি হল পরিদর্শন করেছেন। তিনি আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তাদের সমস্যাগুলো শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলে কোনও গণরুম থাকবে না। সেই সঙ্গে বৈধ সিটধারী ছাড়া বহিরাগত কেউই হলে অবস্থান করতে পারবে না। এ সময় তিনি বহিরাগতদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন।

উপাচার্য হলগুলোতে খাবারের মান ভালো করার উদ্যোগ গ্রহণ, শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের ভেতরেই ফটোকপি মেশিন, লন্ড্রি এবং চা-নাশতা খাওয়ার দোকান স্থাপনের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জুলাই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে বেরোবি কর্তৃপক্ষ। ওই দিন রাত ৯টায় তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ১৭ জুলাই দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলত্যাগের নির্দেশ দেওয়া হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থী আবু সাঈদ নিহতের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত হয়ে উঠলে সে সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


আমার বার্তা/এমই