কোডিং পদ্ধতিতে রোলবিহীন খাতা মূল্যায়নের পথে রাবি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৪:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পরীক্ষার খাতা মূল্যায়নে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রোল নম্বরের পরিবর্তে খাতায় কোড ব্যবহার করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এতে করে পরীক্ষার সময় শিক্ষার্থীদের খাতায় আর রোল নম্বর লিখতে হবে না বরং নির্ধারিত একটি কোডের মাধ্যমে খাতা শনাক্ত করা হবে। সকল সেশনের শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (১৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক বলেন, আমরা স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতেই কোডিং পদ্ধতির সিদ্ধান্ত নিয়েছি। রোল নম্বর থাকলে শিক্ষক হয়ত ছাত্র চেনার সুযোগ পেয়ে যান, কেউ কেউ পক্ষপাতমূলক নম্বরও দিতে পারেন- এসব সন্দেহ দূর করতেই এই পদক্ষেপ।
তিনি আরও বলেন, এতে পরীক্ষার খাতায় প্রাথমিকভাবে কোনো রোল থাকবে না। সকল সেশনের জন্য এটা কার্যকর হবে।
এর আগে, গত ২৯ জুন দুপুরে ‘রাবি সংস্কার আন্দোলন’ নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন ৯ দফা দাবি জানিয়ে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করে। ৯ দফার ভিতরে একটি দাবি ছিল রোলবিহীন খাতা মূল্যায়ন করতে হবে।
তাদের অভিযোগ ছিল, শিক্ষকরা পরিচিত শিক্ষার্থীদের বেশি নম্বর দিয়ে থাকেন, যা অন্যান্যদের প্রতি অবিচার। এছাড়া অপছন্দের শিক্ষার্থীদের নম্বর কম দিয়ে থাকেন। ফলে রোলবিহীন খাতা মূল্যায়নের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাহ পরান উল্লাস বলেন, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এতে করে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদের আস্থা আরও দৃঢ় হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে এ ধরনের পরিবর্তন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছি। এই সিদ্ধান্ত দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
আমার বার্তা/এল/এমই