আজ থেকে ঢাবির হলে থাকতে পারবে না কোনো বহিরাগত

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে হলে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অতিথিদের অবস্থানেও থাকছে একই নিষেধাজ্ঞা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচনের (২০২৫) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনো বহিরাগত/অতিথি অবস্থান করতে পারবে না।


আমার বার্তা/জেএইচ