জবিতে প্রথমবার স্নাতকোত্তর থিসিস শিক্ষার্থীদের জন্য ৫০ লক্ষ টাকার গবেষণা অনুদান

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৩৫ | অনলাইন সংস্করণ

  জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা সহায়তা হিসেবে প্রায় ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অধীনে বিশ্ববিদ্যালয়ের ২৭টি বিভাগের ৩৫৪ জন শিক্ষার্থী এই অনুদানের আওতায় থাকবেন। প্রতিটি শিক্ষার্থী ১৪,১২৪ টাকা করে গবেষণা অনুদান পাবেন। এই বরাদ্দ ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় ‘থিসিস শিক্ষার্থীদের বৃত্তি’ হিসেবে প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, এই অর্থ শুধুমাত্র গবেষণা-সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের থিসিস গবেষণার জন্য প্রয়োজনীয় উপকরণ, তথ্যসংগ্রহ ও বিশ্লেষণ কার্যক্রমে আর্থিক সহায়তা পাবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম। প্রশাসনের মতে, গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াবে এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আমার বার্তা/সাদিয়া সুলতানা রিমি/ জেএইচ