ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে চরিত্র হননের চেষ্টা করছে পুলিশ: শিক্ষক সমিতি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৮:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, গতকাল পুলিশ সংবাদ সম্মেলন করে আমাদের শিক্ষার্থী জোবায়েদের খুনের ঘটনাকে যেভাবে ত্রিভুজ প্রেমের গল্প হিসেবে সাজিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।

বুধবার (২২ অক্টোবর) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক রইছ উদ্দীন বলেন, জোবায়েদের হত্যার রহস্য এখনো পুলিশ পুরোপুরি উদ্ঘাটন করতে পারেনি বলে আমরা মনে করি। এটি না করতে পেরে পুলিশ গতকাল এ খুনের পেছনে একটি ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে জোবায়েদের চরিত্র হননের চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পুলিশের উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, মামলার এজাহারে ঘটনার বিস্তারিত বর্ণনা নেই কেন? এ খুনের ঘটনায় বর্ষার পরিবারের আরও কারও সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি কেন? জোবায়েদকে কি গ্রেপ্তারকৃত মাহির রহমানই খুন করেছে, নাকি কোনো প্রফেশনাল কিলার ভাড়া করা হয়েছিল— সেটি এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। সিসিটিভি ফুটেজে কালো ও লাল টি-শার্ট পরিহিত দুইজনকে দেখা গেছে। তারা কি সেই দুইজন আসামি? যদি তাই হয়, তাদের পোশাক জব্দ করা হয়েছে কি না, সেটিও প্রশ্ন।

তিনি আরও বলেন, এ প্রশ্ন শুধু আমার নয়, হাজারো মানুষের মনে এসব প্রশ্ন জাগছে। আমরা আশা করি, পুলিশ দ্রুত এসব প্রশ্নের জবাব দেবে।

এ সময় তিনি মামলার সুষ্ঠু পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগের দাবি জানান। পাশাপাশি তিনি জানান, মামলাটি ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে এবং সে অনুযায়ী কার্যক্রম শুরু করেছে।

ড. রইছ উদ্দীন বলেন, জোবায়েদের হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের স্বাভাবিক জীবনের গতি থেমে গেছে। বিশ্ববিদ্যালয় দিবসের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চেই জোবায়েদের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস জোবায়েদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক, অর্থ পরিচালক, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যানসহ ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আরমানিটোলার নুরবক্স রোডের রৌশান ভিলার ৫ম তলায় ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বর্ষাকে প্রাইভেট পড়াতে গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসেন। সেদিন বাসার গেট থেকে প্রবেশ করার পর সিঁড়িতে চাকু দিয়ে জোবায়েদের গলার ডান পাশে আঘাত করে। এ আঘাতে অতিমাত্রায় রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় জোবায়েদের।


আমার বার্তা/এমই