হাসিনার শাস্তি কার্যকর ও মামুনের শাস্তি রিভিউয়ের দাবি জুলাই ঐক্যের
রায় পরবর্তী প্রতিক্রিয়া
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৮:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মানবতাবিরোধী অপরাধের দায়ে গণ-হত্যাকারী শেখ হাসিনা তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর এবং একই সঙ্গে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় রিভিউর দাবি জানিয়েছে জুলাই ঐক্য।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে হাসিনার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় জুলাই ঐক্যের নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। খুনি হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে। কিন্তু আমরা লজ্জিত এটা দেখে যে, আমার ভাইদের ওপর ৩২ নাম্বারে হামলা করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের রক্তাক্ত করা হচ্ছে। অভিলম্বে প্রশাসনের এ নেক্কার জনক হামলা বন্ধ করতে হবে। যারা ছাত্রজনতার ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যখন লীগের সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস করে তখন সবাই চুপ।
তিনি আরও বলেন, কাউকে গ্রেপ্তার তো দূরের কথা সামনেও আসে না। অথচ আজ যখন আওয়ামী লীগের কেবলা ৩২ নম্বরের দিকে ছাত্র জনতা যেতে চাইলো তখন শান্তিপূর্ণ এই কর্মসূচিতে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিচ্ছি অভিলম্বে ছাত্র জনতার ওপর হামলা বন্ধ করুন।
জুবায়ের বলেন, সরকার হাসিনার ফাঁসি দিলেও পরিকল্পিতভাবে সাবেক পুলিশ প্রধানকে ৫ বছরের সাজা দিয়েছে। আমরা মামুনের রায়কে পুনরায় রিভিউ করার দাবি জানাচ্ছি। মামুনকে কেন রাজস্বাক্ষী করা হয়েছে? আমরা জানি না। এখানে একজন কনস্টেবলকে রাজস্বাক্ষী করা যেত, যারা মামুনের নির্দেশনায় ছাত্রজনতার ওপর গুলি চালিয়েছে। কিন্তু ট্রাইব্যুনাল পরিকল্পিতভাবে মামুনকে রাজস্বাক্ষী করে মাত্র ৫ বছরের সাজা দিয়েছে।
জুলাই ঐক্যের সংগঠক ও সাংবাদিক নেতা ইসরাফিল ফরাজী বলেন, আমরা দেখতে পাচ্ছি হাসিনার রায়কে কেন্দ্র করে কিছু কিছু গণমাধ্যম আসল রূপে ফিরে আসছে। ইত্তেফাক দীর্ঘ সময় ফ্যাসিবাদের সঙ্গে ছিল তার সব অপকর্মের বৈধতা দিয়েছিল। সেই ইত্তেফাক খুনি হাসিনার বয়ান প্রচার করছে। অথচ সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল খুনি হাসিনার বক্তব্য প্রচারের জন্য। তার সঙ্গে আরটিভি, বাংলাদেশ জার্নালসহ আরও বেশ কিছু গণমাধ্যম এই বক্তব্য প্রচার করছে। অভিলম্বে এ সব গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্রজনতা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— জুলাই ঐক্যের সংগঠক- কবি বোরহান মাহমুদ, মুজাহিদুল ইসলাম (অন্তু মোজাহিদ), মাসুদুর রহমান, মুস্তফা হোসাইন, সাদীল আহমেদসহ নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন শেষে শাহবাগে হাসিনার প্রতীকী ফাঁসি ও মিষ্টি বিতরণ করে জুলাই ঐক্য ও জাগ্রত জুলাই।
আমার বার্তা/এমই
