মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জবি উপাচার্য

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন- মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের এ নতুন বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। 

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, একটি বৈষম্যহীন সমাজ এবং কল্যাণ রাষ্ট্র গঠন করাই ছিলো আমাদের শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছিলো। কিন্তু গত ৫৪ বছরে আমরা বৈষম্যহীন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। এ জন্য ২৪ এর জুলাই আগস্টে আমাদের ১৪'শত ছাত্র জনতার জীবন দিতে হয়েছে। আগস্ট পরবর্তী সময়ে আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে একটু একটু অগ্রসর হচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এ প্রজন্মই পারবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্খাকে সামনে নিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। 

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/জেএইচ