রমজান উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে জবি'র অনলাইনে ক্লাস
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৫:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।
বুধবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভায় ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
আমার বার্তা/এল/এমই
