সেভ দ্য চিলড্রেনে রয়েছে চাকরির সুযোগ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৭:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার পদে লোক নেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার (সোশ্যাল ওয়ার্ক)

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান/নৃবিজ্ঞান/উন্নয়ন অধ্যয়ন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: শিশু সুরক্ষার কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ)।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ লিংকের (https://hcri.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/13392) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

১৪ জুলাই ২০২৫।

আমার বার্তা/এল/এমই