যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু
প্রকাশ : ২০ মে ২০২৪, ১০:০৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে খাদিজা আক্তার রাত্রী (১৭) নামে এক কিশোরী মারা গেছে। পরিবার বলছে, খাদিজা মানসিক প্রতিবন্ধী ছিল।
সোমবার (২০ মে) সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সকল পৌনে ৯টার দিকে খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খাদিজার বাবা কাওসার আহমেদ হাওলাদার বলেন, ‘আমার মেয়ে মানসিক প্রতিবন্ধী ছিল। আজ সকালে সবার অগোচরে বাসার ছাদে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খাদিজাকে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।