রাজধানীতে গরমে আনসার সদস্যের মৃত্যু

প্রকাশ : ২০ মে ২০২৪, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডা এলাকায়  গরমে অসুস্থ হয়ে মো. জাহাঙ্গির আলম (৪১) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

নিহত আনসার সদস্য জাহাঙ্গীর নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

সোমবার (২০ মে) বিকেলের প্রগতী স্মরনীর  ফুলকলি মিষ্টির দোকানের সামনে এই ঘটনাটি ঘটে। পরে বিকেল পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার উপপরিদর্শক (এস আই) আবু জাফর। তিনি বলেন, আজ বিকেলের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ওই আনসার সদস্যকে। পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান ওই আনসার সদস্য আর বেঁচে নেই।

এস আই আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, নতুন করে খিলগাঁও সদর দপ্তরে যোগদান করেন ওই আনসার সদস্য। সেখান থেকে আজ বিকেলের দিকে শাহবাগ জোনে যাওয়ার কথা ছিল তার। পথিমধ্যে ঘটনাস্থল দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় গরমে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে যান রাস্তায়। পরে আমি তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য ওই আনসার সদস্যের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই আবু জাফর।


আমার বার্তা/এমই