ডেমরায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ২৮ মে ২০২৪, ২২:৪৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরা ডগাইর বাজারের পশ্চিম পাশে একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুতারিত হয়ে মো. এরশাদ (২৭) নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে ‌।

জানা যায়, নিহত এরশাদ শেরপুর সদরের ধলা ভাঙ্গা গ্রামের ফকির মাহমুদের ছেলে। বর্তমানে ডগাইর বাজার এলাকায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার (২৮ মে) রাত সোয়া ৮ টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, আমার স্বামী ব্যাটারী চালিত অটোরিক্সার চালক। আজ রাতের দিকে ডগাইর বাজার এলাকায় মাহবুব মিয়ার রিক্সার গ্যারেজে তার রিক্সার ব্যাটারিতে চার্জ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়েন আমার স্বামী। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই। কান্না জড়িত কন্ঠে হালিমা বেগম জানান আল্লাহ গো এটা আমার কি হইল, তুমি তুমি কেন এমনটা করলা। আমার স্বামীরে কই লইয়া যায় হেরা । এই  বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

আমার বার্তা/মাসুদ রানা/এমই