রাজধানীতে “কাঙ্ক্ষিত বাংলাদেশ” এর সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১৭:০০ | অনলাইন সংস্করণ

  কমল চৌধুরী:

ঢাকা খামারবাড়ির কে আইবি মিলনায়তনে  “কাঙ্খিত বাংলাদেশ” এর আয়োজনে  “ন্যায়ানুগ  সমাজ গঠনে সমন্বিত দুর্নীতি নির্মূল উদ্যোগ” শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) সকালে প্রজাতন্ত্রের সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কামাল উদ্দিন, ড. রেজা কিবরিয়া উপস্থিত ছিলেন ।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন লেঃ কর্ণেল  আবু ইউসুফ যোবায়ের উল্লাহ্ পি এসসি (অবঃ)। সূচনা বক্তব্য রাখেন  বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও কাঙ্খিত বাংলাদেশের যুগ্ম সম্পাদক আহমেদ আলী শেখ।

অনুষ্ঠান সঞ্চালক ও সমন্বয়কারী ছিলেন কর কমিশনার (অবঃ) মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ,  সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, এমদাদ হোসেন, অধ্যাপক সুলতান মাহমুদ রেজাসহ প্রমুখ । সেমিনারে দুর্নীতি দমন মামলার জন্য  আলাদা আদালত গঠনসহ তিনটি সুপারিশমালা প্রদান করা হয়।