রাজধানীর ভাটারায় বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১০:২০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারায় নির্মানাধীন বসুন্ধরা গলফ স্টেডিয়ামে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে খবির উদ্দিন (২২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

জানা যায়, খবির উদ্দিন যশোরের বাঘারপাড়া উপজেলার গলগলিয়া থানার মনসুর কাজীর ছেলে। বর্তমানে নির্মাণাধীন গলফ স্টেডিয়ামে  থাকতেন।

মঙ্গলবার (২৫জুন) সকাল সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা সুপারভাইজার পলাশ মল্লিক জানান, বেশ কয়েকদিন যাবত ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় গল্প স্টেডিয়াম নির্মাণের কাজ চলছিল। আজ সকালে  দিনমজুর খবির উদ্দিন কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে অচেতন চেতন হয়ে নির্মাণাধীন গলফ স্টেডিয়ামের পাশে পড়ে থাকে। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা -নিরীক্ষা শেষে জানান ওই দিনমজুর আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে দিনমজুর খবির উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আমার বার্তা/এম রানা/জেএইচ