রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১৬:১৩ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দীন আহমেদ সরণীর ফুটপাত থেকে অজ্ঞাত নামা এক (নারী) শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ছয় বছর।

রোববার (৩০জুন) সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোছাম্মত তানজিম ইয়াসমিন  জানান, খবর পেয়ে আজ সকালের দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দীন আহমেদ সরণির  নির্মাণাধীন ডিপিডিসি বিল্ডিংয়ের বাউন্ডারি বেড়া সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞত (৫/৬) মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের  মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি অজ্ঞাত ওই শিশুটিকে রাতে অথবা ভোরের দিকে কোন এক সময়  দুষ্কৃতিকারীরা তাকে ঘটনাস্থলে ফেলে দিয়ে যায়। শিশুটি ধর্ষিত হয়েছে কিনা এবং তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই তানজিম ইয়াসমিন।


আমার বার্তা/এম রানা/এমই