মিরপুরের পল্লবীতে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১১:৫৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোঃ জাকারিয়া (১৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

নিহত জাকারিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার সাংগুল্ডামোচ গ্রামের নিছাব উদ্দীন মিয়ার ছেলে। বর্তমানে পল্লবী এলাকায় ভাড়া থাকতো।

আজ বৃহস্পতিবার(৪ জুলাই) সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে সকাল পৌনে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী জালাল জানান, আমরা দুজনেই রাজমিস্ত্রির কাজ করি। আজ সকালের দিকে পল্লবীর মদিনাবাদে একটি নির্মলাধীন ভবনের তৃতীয় তলায় রাজমিস্ত্রির কাজ করছিলাম আমরা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে জাকারিয়া অচেতন হয়ে পড়ে। পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

আমার বার্তা/এম রানা/জেএইচ