বাঁচানো গেল না গার্মেন্টস কর্মী ইয়ামিনকে

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১৬:১০ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

রাজধানীর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে জামায়াত-শিবির ও বিএনপির সহিংসতায় গুলিবিদ্ধ গার্মেন্টস শ্রমিক ইয়ামিন চৌধুরী (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইয়ামিন কিশোরগঞ্জের মিঠাইমন উপজেলার কাঞ্চনপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে। বর্তমানে বাড্ডা এলাকায় ভাড়া থাকতেন। দুই ভাইয়ের মধ্যে সেছিল বড়।

নিহতের বাবা রতন চৌধুরী জানান,আমার ছেলে বাড্ডা এলাকায় এফ এন এফ গার্মেন্টসের পোশাক শ্রমিকের ছিল। ১৯ জুলাই দুপুর আড়াইটার দিকে ভাত খেতে বাসায় যাবার সময় বাড্ডার সুবাস্তু টাওয়ার এলাকায় গুলি বিদ্ধ হয়। দ্রুততাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হলে আজ দুপুরের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (icu) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

ঢামেক হাসপাতালের হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

আমার  বার্তা/এম রানা/জেএইচ