সুস্পষ্ট আশ্বাস না পেলে আন্দোলন চালিয়ে যাবেন চাকরি প্রত্যাশীরা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর শাহবাগে চাকরি প্রত্যাশীদের সড়ক অবরোধ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে চাকরি প্রত্যাশী একদল শিক্ষার্থী। অবরোধ থেকে তারা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রতিনিধি দল এসে— দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। দুপুর আড়াই থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে তারা আন্দোলন চালিয়ে যান।

আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, ‘৩টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু দাবি মেনে নেওয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছে— আমাদের জন্য একটি বৈষম্যহীন কমিটি গঠন করে দেওয়া হবে। আমরা আমাদের সব সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে, তাদের এই প্রস্তাব পত্যাখান করেছি। আমরা বলেছি, সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একটি কমিটি আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে। আলোচনার মাধ্যম দাবি পূরণের নিশ্চয়তা দিলে আমরা সমাবেশ শেষ করবো। না হয় আমাদের আন্দোলন চলমান থাকবে।


আমার বার্তা/এমই