ধানমন্ডিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর ধানমন্ডি শুক্রাবাদের বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন,টোটন (৩৫ ), নিপা (৩০)ও শিশু বায়জিদ(৩)

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর চারটা নাগাদ এই ঘটনাটি ঘটে। পরে দ্রুত তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার ভোর রাতে  ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে  টোটন ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ ও শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে বার্ণ ইনস্টিটিউটের জরুরী বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ডের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আহত টোটন জানান, রাতে শিশুর জন্য গরম পানি করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দগ্ধ হই আমরা তিনজন। এরপর প্রতিবেশীরা উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে। এর বেশি আমি কিছু বলতে পারব না ভাই।

আমার বার্তা/এম রানা/জেএইচ