ঢাকা নার্সিং হোস্টেল দখল নিয়ে স্টাফ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৫
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ২০:০২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা নার্সিং কলেজে হোস্টেল দখলকে কেন্দ্র করে ষ্টাফ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। হাসপাতাল ও কলেজের কর্তৃপক্ষের মিটিংয়ে আগামী ১৯ অক্টোবরের মধ্যে স্টাফদের হোস্টেল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।আহতরা হলেন- বিএসসি ইন নার্সিং এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিনথিয়া ও ফাইনাল ইয়ারের নাঈমা জান্নাত এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফাইরি প্রথম বর্ষের শিক্ষার্থী সাম্মি, নিপুন, রাভিনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এই নার্স হোস্টেলটি আমাদের। নার্সিং কলেজে যারা চাকরি করেন তারা দীর্ঘদিন যাবত এই হোস্টেলটি দখল করে রেখেছে। এর আগে হাসপাতালের পরিচালকসহ সকলের সিদ্ধান্তে স্টাফদের হোস্টেল ছাড়তে এক মাসের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা একমাসের জায়গায় দেড় মাস হয়ে গেলেও হোস্টেলটি ছাড়েনি। আজ তাদের হোস্টেল ছাড়তে বলা হলে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গরম পানি পড়ে আমাদের ৫ শিক্ষার্থী আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এই ঘটনায় হাসপাতালের পরিচালক এবং নার্সিং এর বিভিন্ন কর্মকর্তারা একটি বৈঠক করেন। সেখানে চলতি মাসের ১৯ তারিখে তাদের হোস্টেল ছেড়ে দেওয়ায় সিদ্ধান্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আর একজন নার্সিং কলেজের স্টাফ জানান, আমরা দীর্ঘদিন যাবত নার্সিং কলেজের হোস্টেলে থাকি। কিন্তু এতদিন এই বিষয়টি নিয়ে কোন আলোচনা না হলেও ৫ আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর তারা এখন তাদের এই হোস্টেল দাবি করছেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়া জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমরা দীর্ঘক্ষণ নার্সিং কলেজে শিক্ষার্থী এবং স্টাফ সহ মিটিং করেছি। এর আগে তাদেরকে এক মাসের সময় দেওয়া হয়েছিল হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা ছাড়েনি। আজ তাদের আগামী ১৯ তারিখের মধ্যে উভয়পক্ষ আলোচনা সাপেক্ষে হোস্টেল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। এখানে শিক্ষার্থীরা থাকবেন।
আমার বার্তা/এম রানা/এমই