বাংলাদেশ শিশু অধিকার ফোরামের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১০:৩৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

দেশের শিশু অধিকার নিয়ে কর্মরত বেসরকারী সংস্থার সমন্বয়কারী ফোরাম “বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ)” এর আগামী দু’বছরের ২০২৪-২০২৫ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। 

শনিবার (১৯  অক্টোবর) রাজধানীর আদাবরে পদক্ষেপ প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে এই কমিটি গঠিত হয়।

নতুন কমিটির সভাপতি ড. হামিদুল হক (মজনু), চেযারম্যান, ইউএসটি, সহ-সভাপতি খায়রুজ্জামান কামাল, মহাসচিব, বিএমএসএফ, কোষাধ্যক্ষ কাজি শামসুল আলম, নির্বাহী পরিচালক, বিউক।

নির্বাহী সদস্য: মিজানুর রহমান, নির্বাহী পরিচালক, এ্যাসডাপ, আবদুল করিম, নির্বাহী পরিচালক, এএসডি, আফরোজা পারভিন, নির্বাহী পরিচালক, নারী উন্নয়ণ শক্তি, ফরহাদ হোসেন, নির্বাহী পরিচালক, লিডো, ইয়াসমিন পারভিন, নির্বাহী পরিচালক, জেএসইউএস, মাহমুদা বেগম, নির্বাহী পরিচালক, এলটিএন, মমতাজ আরা বেগম রুমি, নির্বাহী পরিচালক, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা ও এ কে এম মাকসুদ, নির্বাহী পরিচালক, গ্রাম-বাংলা উন্নয়ণ কমিটি।   

নির্বাচন পরিচালনা করেন সিডিএফের নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল ও কোয়ালিশন ফর দ্যা আরবান পুর এর নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সানিয়াত।


আমার বার্তা/এমই