রাজধানীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১৭:২৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শ্যামপুরের পশ্চিম ধোলাই পাড়ে দ্রুতগতিতে চালানো অটোরিকশা থেকে ছিটকে পড়ে সাদেকুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মূলত অতি দ্রুতগতিতে চালানোর ফলে রাস্তার স্পিড বেকারে ঝাঁকি লেগে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহত সাদেকুরের ছেলে সোহেল।

পরে গুরুতর আহত অবস্থায় সাদেকুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদিকুর শ্যামপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি পশ্চিম ধোলাইপাড় এলাকায় ভাড়া থাকতেন।

নিহত সাদেকুরের ছেলে সোহেল বলেন, ‘আমার বাবা বয়স্ক মানুষ তাই হাঁটাচলা কম করতে পারে। সেজন্যই আজ বিকেলের দিকে রিকশায় করে জরুরি জিনিসপত্র আনার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন। এমন সময় আমার বাবা যে অটোরিকশায় বসে ছিল সেটি এত দ্রুতগতিতে যাচ্ছিল যে একটি স্পিড বেকার আসলে সেখানে রিকশার চালক ব্রেক না করায় আমার বাবা ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।


আমার বার্তা/এম রানা/এমই