রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৩:২৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর গুলিস্তান হানিফ ফ্লাইওভারের ওপর বাসের ভিতর অজ্ঞান পার্টির কবলে পড়ে আনোয়ার মুন্সি  (৫০) নামে এক কাপড়ের ব্যবসায়ী সর্বশেষ খুইয়েছেন।

আনোয়ার মুন্সি মাদারীপুরের কালকিনি উপজেলার ধুলো গ্রামের ইসমাইল মুন্সির ছেলে ।বর্তমানে ডেমরা এলাকায় ভাড়া থাকেন।

বুধবার (৩০অক্টোবর) দুপুর পৌনে বারোটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

আহত ব্যবসায়ীর ছেলে সুমন ইসলাম জানান, গুলিস্তান এলাকায় আমার বাবার একটি কাপড়ের দোকান রয়েছে। আজ সকালের দিকে বাবা ডেমরার বাসা থেকে গুলিস্তানে কাপড়ের দোকানে আসছিল। এমন সময় হানিফ ফ্লাইওভারের উপরে বাসের ভিতর প্রতারক চক্ররা আমার বাবাকে নেশা জাতীয় কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থাকা টাকা পয়সা ও মোবাইল নিয়ে কেটে পড়ে। পরে আমরা খবর পেয়ে গুলিস্তান এলাকা থেকে আমার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।বর্তমানে ঢাকা মেডিকেলের ৪ নং ওয়ার্ডের আমার বাবার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,আজ দুপুরের দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে জরুরী বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ওই ব্যক্তিটি সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে তার কাছ থেকে কি পরিমান টাকা-পয়সা খোয়া গেছে।আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।


আমার বার্তা/এম রানা/জেএইচ