রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৪:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জান্নাত বেগম জানান, আজ দুপুরের দিকে উত্তরার আব্দুল্লাপুরের সড়ক পারাপারের সময় দ্রুত গতির একটি বাস ওই নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে রক্তাক্ত জখম অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারীটি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,
আজ দুপুরের দিকে রক্তাক্ত জখম অবস্থায় এক নারীকে জরুরী বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা এখনো ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/জেএইচ