রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২০:১৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. নিয়ন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আরো একজন আহত হয়েছে।

নিয়ন চাঁদপুর সদরের হিরন তালুকদারের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় থাকতেন।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাতটা নাগাদ মুমূর্ষ  অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক )হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতে আত্মীয় কে এম জনি জানান, নিহত নিয়ন এইবার এইচএসসি পাশ করেছে।আজ মোটরসাইকেল করে গুলিস্তান থেকে বাসায় যাওয়ার পথে যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় যাওয়া মাত্রই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে নিয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আমার বার্তা/এম রানা/এমই