গাবতলীতে অন্যায়ভাবে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১১:২৬ | অনলাইন সংস্করণ
মো. মুসা মিয়া
রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার গাবতলীর গৈদারটেক এলাকার স্বৈরাচারী শেখ হাসিনার দোসর ১০ নম্বর ওয়ার্ড কমিশনার আবু তাহেরের বড় ভাইসহ আবু রায়হান, আবু জামান, আবু সালাম গংগরা অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় দীর্ঘ ১৭ বছর জমি ভোগ দখল করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে ভুক্তভোগী শাহ জাহান, আমান উল্লাহ, সলিমুদ্দিন, রাশেদ আলী, হারুনুর, রশিদ গাজীসহ এলাকার অসংখ্য লোকজন এ মানববন্ধনে অংশ নেয় ।
ভুক্তভোগীরা জানায় স্বৈরাচার শেখ হাসিনার দোসর সাবেক ওয়ার্ড কমিশনার আবু তাহেরের লোকজন সন্ত্রাসী, চাঁদাবাজ লুটেরা ও ভূমি খেকুরা এলাকার নিরহ লোকদের শত শত একর জমি বাড়িঘর দখল করে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন মিথ্যা মামলা, স্বৈরাচারী সরকারে নাশকতা মামলা দিয়ে ঘরছাড়া করে রেখেছিল লোকজনদের।
শাজাহান গংদের ৫৩.১৮শতাংশ,আমানুল্লাহ সলিমুদ্দিন, রাশেদ আলী, হারুন অর রশিদ গাজী, নুরুল হক গংদের ১৬২ শতাংশ জমি অবৈধভাবে দখল করে রাখে স্বৈরাশ শাসকের বল প্রয়োগ করে। সম্পত্তির মালিকগন তাদের ভোগ দখলি জমি ঢাকা জেলার সাবেক মিরপুর হালে দারুস সালাম থানাধীন জে,এল নং মিরপুর- ১২। ঢাকা মৌজার খতিয়ান নং - ৮৮৪,১২৪৬, দাগ নং ৪০১৪,৪০২৬, জমির পরিমাণ ৫৩.১৮,শতাংশ পৈত্রিক সূত্রে সকলে মালিক।
বিবাদীগণ জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করিয়া জমি দখল করিয়া নেয়, সেই সাথে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছিল। জমিতে গেলে ঘুম কোরিয়া ফেলিবে বলিয়া হুমকি দেয়। ভুক্তভোগীরা আরো বলেন, প্রশাসনের কোন জায়গায় কোন প্রকার বিচার ব্যবস্থা না পাওয়ায় তারা আজকে মানববন্ধন করেন।