রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
রাজধানীর মুগদার মানিক নগরে নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে মোঃ নাইম (২৪) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
নাইম বরগুনা সদরের কালির তবক গ্রামের মোশাররফ আকন্দ এর ছেলে। বর্তমানে মানিক নগর এলাকায় ভাড়া থাকতো।
রবিবার (৩ নভেম্বর) দুপুর পৌনে একটা নাগাদ গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মিরাজ জানান,আমরা দুই ভাই রাজমিস্ত্রীর কাজ করি।আজ দুপুরের দিকে মানিক নগরে একটি নির্মাণাধীন ভবনের সাত তলায় আমরা দুজনেই রাজমিস্ত্রীর কাজ করছিলাম।এ সময় আমার ভাই অসাবধানতাবশত খোলা জানালা নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন,আজ দুপুরের দিকে ওই যুবককে রক্তাক্ত জখম অবস্থায় জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এম রানা/জেএইচ