শ্যামপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৫:২৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ জামাল উদ্দিন (৫০) মারা গেছেন।
রোববার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, গত সোমবার ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তিনজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ সকালে জামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত জামিল হোসেন ও তুষার নামে দুইজন চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত সোমবার রাজধানীর শ্যামপুরের সাততলা নীল বিল্ডিংয়ের একটি রুমে সিগারেটের ম্যাচ লাইট জ্বালাতেই বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছিল। দগ্ধরা হলেন- মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)।
আমার বার্তা/এম রানা/এমই