রাজধানীতে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু 

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৩:৩৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলা থেকে পড়ে মো. আরমান হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু।

আরমান হবিগঞ্জের লাখাই থানার মশাদিয়া গ্রামের মো. রেনু মিয়ার ছেলে। বর্তমানে রামপুরা এলাকায় ভাড়া থাকতো।

নিহতের ভাই মো. রোকন মোল্লা জানান, আরমান নতুন বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে জব করতো। গতকাল বিকেলের দিকে এক বন্ধুর ভিসার সংক্রান্ত ফিঙ্গারপ্রিন্ট দেয়ার জন্য যমুনা ফিউচার পার্কে গিয়েছিল। এ সময় তার বন্ধু যমুনা পার্কে ফিঙ্গারপ্রিন্ট এর কাজে ব্যস্ত ছিল। পরে জানতে পারে আরমান পঞ্চম তলা ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুততাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যায় আরমান।

বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার উপ পরিদর্শক (এস আই) মোঃ রিয়াজুল ইসলাম। খবর পেয়ে আমরা এভার কেয়ার হাসপাতাল থেকে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গতরাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান মৃতের স্বজনদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি গতকাল বিকেলের দিকে এক বন্ধুর সাথে যমুনা ফিউচার পার্কে  গিয়েছিল আরমান। পরে পার্কের পঞ্চম তলা থেকে অজ্ঞাতবসত কারণে নিচে পড়ে মৃত্যু হয় তার। তাই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই রিয়াজুল।


আমার বার্তা/এম রানা/এমই