ঢামেকে মোবাইল চুরির সময় হাতেনাতে চোর আটক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের ভ্যাকসিন গেটের পাশ থেকে মোবাইল চুরি অভিযোগে মো. সজীব শেখ (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে মোবাইল চুরির অভিযোগে ওই ব্যক্তিকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান বলেন,আজ দুপুরের দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের ভ্যাকসিন গেটের পাশে চিকিৎসা নিতে আসা রোগী আল আমিন তার বেডের পাশে মোবাইল চার্জ দিচ্ছিল। এ সময় কৌশলে অভিযুক্ত ও যুবক মোবাইল নিয়ে পালিয়ে যেতে চাইলে ডিউটিরত আনসার ফারুক ও আনসার মোতালেব অভিযুক্ত ওই মোবাইল চোরকে আটক করে। এ সময় ওই যুবকের কাছ থেকে চুরি করা মোবাইলটি উদ্ধার করে হাসপাতালের প্রশাসনিক ভবনে নিয়ে আসা হয়।
পিসি মিজানুর আরও জানান, পরে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আশরাফুল ইসলামের নির্দেশে মোবাইলের প্রকৃত মালিক আল আমিনকে যথোপযুক্ত প্রমাণের সাপেক্ষে
মোবাইলটি ফেরত দেয়া হয়। পরে অভিযুক্ত মোবাইল চোর সজীবকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
আমার বার্তা/এম রানা/এমই