ঢামেকে পড়েছিল নবজাতকের মরদেহ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৭:৩৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি ) পিছনে পড়ে আছে অজ্ঞাত নবজাতকের মরদেহ। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বললেন এটা আমার দায়িত্ব না।

সোমবার (৪ নভেম্বর ) বিকালের দিকে কে বা কারা লাল কাপড়ে মোড়ানো অবস্থায় হাসপাতালের ওসিসির পিছনে ফেলে যায় ওই নবজাতকের মরদেহ। সে বিষয়ে কিছু এখনো জানা যায়নি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,ওখানে  নবজাতক পড়ে আছে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পারলে আপনারা ৯৯৯ নাইনে ফোন দেন।

ঢামেক হাসপাতালে আপনার দায়িত্ব কি জানতে চাইলে তিনি বলেন, আমার কাজ হাসপাতালের আইন-শৃঙ্খলা রক্ষা করা।কোথাও কোন ঘটনা ঘটলে সে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো।

আপনি তো শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানাতে পারেন এ বিষয়ে তিনি জানান, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।


আমার বার্তা/এম রানা/এমই