পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এর আগে সোমবার (৪ নভেম্বর) সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রীর ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন আদালত। এতে ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা স্থিতি থাকার তথ্য রয়েছে।
গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ পরিবারের সদস্যসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তবে অধিকাংশই গা ঢাকা দিয়েছেন। অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন। এর মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও।
আমার বার্তা/জেএইচ