ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়েছিল নবজাতকের মরদেহ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:৫৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের সামনের ফুটপাত থেকে আনুমানিক ১দিন বয়সী অজ্ঞাতপরিচয় শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে মরদেহটি পাওয়া যায়।

হাসপাতালের সামনের ঝাড়ুদার রিনা বেগম বলেন, ‘আমি রাস্তা ঝাড়ু দেওয়ার সময় দেখতে পাই একটি লাল-সাদা কাঁথা দিয়ে কিছু একটা প্যাঁচানো রয়েছে। পরে দেখি ওই কাঁথার মধ্যে একটি মেয়ে নবজাতককে কে বা কারা ফেলে গেছে। পরে আমি গিয়ে হাসপাতালে পুলিশ ক্যাম্পে খবর দেই।’

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ বলেন, ‘আমি খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশের ফুটপাথ থেকে অজ্ঞাতপরিচয় ওই কন্যা নবজাতককে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।’

এসআই মনোজ আরও বলেন, ‘কে বা কারা ওই নবজাতককে ফুটপাতে ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা করছি।’ আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করেও এ বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’


আমার বার্তা/এম রানা/এমই