বসিলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
রাজধানীর বসিলা এলাকায় এএসপি ব্যারাকের সামনের সড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নামপরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছরের মধ্যে হবে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ওই আরোহী তিন রাস্তার মোড় থেকে বসিলার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে বসিলা থেকে রমজান পরিবহনের একটি বাস আসছিল। মাঝপথে পুলিশের এসপি ব্যারাকের সামনের সড়কে আসার পর বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে বাইকটি সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় হেলমেট ভেঙে মাথায় ঢুকলে তার প্রচুর রক্তক্ষরণ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহটি রাস্তার পাশে রাখা হয়েছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।
আলভী নামে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর কেউ তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে। দুর্ঘটনার পর তিন রাস্তার মোড়ে রমজান পরিবহনের বাসটি আটক করা হয়েছে।
আমার বার্তা/জেএইচ