কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:২৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিটরাকিবুল ইসলাম জানান, বিকেল সোয়া ৪টার দিকে কড়াইল বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।
তিনি আরও জানান, প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ঘটনাস্থলে পৌঁছায়। যানজটের কারণে পরে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। তবে, বস্তির রাস্তা সংকীর্ণ হওয়ায় পানিবাহী গাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এর আগেও একাধিকবার কড়াইল বস্তিতে আগুন লেগেছিল।
আমার বার্তা/এমই