বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে সেমিনার

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

চলচ্চিত্র কোন না কোনভাবে রাজনৈতিক বার্তা বহন করে। কোন সিনেমা রাজনীতির বাইরে নয়। কখনও প্রত্যক্ষভাবে আবার কখনও পরোক্ষভাবে অর্থাৎ কোন না কোন ভাবে সিনেমায় রাজনীতির উপস্থিতি থেকেই যায়।

শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে  আয়োজিত এক সেমিনারে  চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল এ কথা বলেন।

হুমায়রা বিলকিসের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল।তিনি আরও বলেন- "চলচ্চিত্র নিয়ে রাজনীতি সারা বিশ্বেই চলমান, বহুকাল থেকেই চলচ্চিত্র নিয়ে রাজনীতি চলমান বর্তমানেও যদিও চলচ্চিত্র কিছুটা স্বাধীনতা পেয়েছে কিন্তু সেই স্বাধীনতা টার পরিধি খুবই সংকীর্ণ।

পাকিস্তান সরকারের সময়ে পঞ্চাশ বা ঘটের দশকে বৈষম্য আর শোষণের বিরুদ্ধে বাঙালিদের প্রতিবাদের ফলে যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছিলা সেটি তুলে ধরার চেষ্টা তৎকালীন বাংলা চলচ্চিত্রে দেখা যায়নি। হয়তো স্বৈরতান্ত্রিক শাসনের নিয়ন্ত্রণের কথা চিন্তা করেই চলচ্চিত্রকাররা এতে অনাগ্রহী ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের স্বাধীন দেশে হরেক রকম চলচ্চিত্র নির্মান হলেও সার্বিকবভাবে কোন প্রকার রাজনৈতিক ভাবাদর্শের চলচ্চিত্র নির্মান সেভাবে হয় নি।"

আলোচনা সভায় সংগঠনের অন্যান্য সদস্য ও বিশিষ্টজনের বক্তব্যে চলচ্চিত্র কে একটি স্বাধীন ও মুক্তধারার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

উক্ত সেমিনারে সংগঠনের বিভিন্ন জনের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও  বিভিন্ন স্বল্পদৈর্ঘ্যের   ফিল্ম নির্মাতাগণ  উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই