দুর্বৃত্তের হামলায় দৈনিক জনবাণীর সম্পাদকসহ আহত ৪

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন দুর্বৃত্তের হামলায় আহত ৪ সাংবাদিক।

রাজধানী বাংলামটর মোড়ে দুর্বৃত্তের হামলায় দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদকসহ চারজন আহত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই হামলা হয়। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ে আসা হয়।

আহতরা হলো– জনবাণী পত্রিকার সম্পাদক মো. শফিকুল ইসলাম (৪০), বিশেষ প্রতিনিধি মো. বশির বাবু (৩৫), অনলাইন এডিটর মো. আতোয়ার হোসেন (৪০) ও ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ (৪৭)। আহতদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত বশির বাবু জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাংলামোটর মোড়ে দৈনিক জনবাণী অফিসে না পেয়ে রাস্তায় এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত আমাদের ওপরে হামলা চালায়। এতে আমরা আটজনের মতো আহত হই। পরে আমাদের চারজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। আমাদের সবার হাতে মাথায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। কী কারণে আমাদের ওপর হামলা চালিয়েছে এ বিষয়ে আমরা কিছু জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলামোটর থেকে চার সাংবাদিক আহত হয়ে হাসপাতালে এলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের মাথায় হাতে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তবে, তাদের অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আমার বার্তা/এম রানা/এমই