ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের টয়লেট থেকে আনুমানিক ১দিন বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যা নবজাতকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পৌনে ৪টা নাগাদ এই ঘটনাটি ঘটে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের মর্গে পাঠানো হয়।
ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের ওয়ার্ড মাষ্টার মো. আইয়ুব জানান, আজ বিকেলের দিকে খবর পেয়ে জরুরী বিভাগের মর্গের টয়লেট থেকে মাথাবিহীন ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আমরা বিষয়টি ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে জানাই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই শিশুর মরদেহটি ময়না তদন্তের জন্য জরুরি বিভাগের মর্যে রাখা হয়েছে। আমরা বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এম রানা/এমই