রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগ থানার হিলটন টাওয়ার থেকে কাজী সুরাইয়া (৫২) নামে এক নারীর ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। তিনি সোনালী ব্যাংক (ঢাকা পশ্চিমের) প্রিন্সিপাল শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই কাজী আব্দুল্লাহ মামুন জানান, আমার বোন বেশ কিছুদিন আগে স্ট্রোক করেছিল। এরপর থেকে সে অফিসে ঠিকমতো কাজকর্ম করতে পারত না। স্ট্রোক করার পর থেকেই আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। আজ দুপুরের দিকে বাসায় এসে সবার অগোচরে নিজের রুমে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। পরে পুলিশ এসে উদ্ধার তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, অনেক বছর আগেই আমার বোনের সাথে আমার বোন জামাইয়ের ডিভোর্স হয়ে যায়। আমার বোনের ২০ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে সে হাজারীবাগ থানার হিলটন টাওয়ারের ২৫-১/২ বাশার তৃতীয় তলায় থাকতো। আমাদের বাড়ি সাভারের জলেশ্বর এলাকায়। আমার বাবার নাম মৃত মোহাম্মদ আলী।
হাজারীবাগ থানা উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি বেশ আগেই স্ট্রোক করার কারণে মানসিকভাবে সে ভেঙে পড়েছিল। এই কারণেই হয়তো তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই মেহেদী হাসান।
আমার বার্তা/এম রানা/এমই