রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলক্ষেতের তিনশ' ফিট এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রাহিদ (২৩) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহত রাহিদ রাজশাহী সদরের মো. বদরুল আলম এর ছেলে। বর্তমানে আশুলিয়ার টোঙ্গরী এলাকায় ভাড়া থাকতেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ মুমূর্ষ্য অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা রব্বানী জানান, আমার ভাতিজা রাজমিস্ত্রির কাজ করতো। আজ বিকেলের দিকে খিলক্ষেতের স্বদেশ প্রপার্টির নির্মানাধীন ১৪ তলায় ভবনের ৬ তলায় ইট গাঁথুনির কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রাহিদ। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাতিজা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে ।আমরা বিষয়টি খিলক্ষেত থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এম রানা/এমই