বাংলা মটরের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত নারী নিহত
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩১ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:
রাজধানীর হাতিরঝিল থানার বাংলামটর কনকর্ড টাওয়ারের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক (৪৫) বছর।
শুক্রবার(৩ জানুয়ারি) বিকাল পৌনে চারটায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
অজ্ঞাত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এসআই) রেজওয়ানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে বাংলামটর কনকর্ড টাওয়ারের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করি।পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় ওই নারীটি আর বেঁচে নেই।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এসআই আরও বলেন,প্রাথমিকভাবে ধারণা করছি ওই নারী রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোন গাড়ি ধাক্কায় তিনি মারা যান। আমরা প্রাথমিকভাবে ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তি সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই রেজওয়ানুল ইসলাম।
আমার বার্তা/জেএইচ