হাজারীবাগে ট্যানারি গুদামের আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ঢাকার হাজারীবাগে ট্যানারি কাঁচাবাজারে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। একইসঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, হাজারীবাগে একটি ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় কাজ করছে এক প্লাটুন বিজিবি।

এর আগে, বেলা ২টা ১৪ মিনিটের দিকে চামড়াজাতীয় পণ্যের ওই গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম, দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। ৭ তলা ভবনের ৫ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি।