রাজধানীর বংশাল হাতুড়ি দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি এলাকায় পারিবারিক কলহের জেড়ে মাকসুদা খানম (২৬) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইব্রাহিম খানের বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।

মৃত মাকসুদা খানম সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আব্দুল বাতেন খানের মেয়ে। বর্তমানে স্বামীর সাথে বংশালের ২৪ নং সিক্কাটুলি বাসায়  থাকতেন।

শনিবার (২৫ জানুয়ারি) ভোর রাতের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বংশাল থানা পুলিশ।

শনিবার দুপুরের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম।

এসআই জানান, বেশ কিছুদিন ধরে স্বামী ইব্রাহিম তার স্ত্রী মাকসুদা খাতুন পরকীয়া করছেন এমন সন্দেহ করে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল বিকালে এই বিষয় নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ইব্রাহিম হাতুড়ি দিয়ে তার স্ত্রী মাকসুদা খাতুন কে আঘাত করে গুরুতর জখম করে এবং ঘটনা স্থলেই মারা যায় মাকসুদা। তার মাথায় গুরুতর জখম চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।পরে খবর পেয়ে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ইব্রাহিম বাসায় বসে ফ্রিল্যান্সিং এর কাজ করতো। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ইব্রাহিমকে  আজ আদালতে তোলা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আমার বার্তা/এম রানা/এমই