রাজধানীর ওয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩১) নামে এক নারী নিহত হয়েছে। সে তার স্বামীর সাথে চা পান সিগারেটের দোকানে কাজ করতো।

রোববার (২ ফেব্রুয়ারি) বলা সাড়ে ৩ টার  দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মরিয়ম নোয়াখালীর চন্দ্রগঞ্জ উপজেলার নুরুল্লাহপুর গ্রামের মনির আহমেদের মেয়ে। বর্তমানে স্বামীর সাথে বর্তমানে  টিকাটুলি অভিসার সিনেমা হলের পাশের একটি গলিতে ভাড়া থাকতেন।

নিহতের স্বামী স্বপন জানান, আমিও আমার স্ত্রী দুজনেই টিকাটুলি অফিসার সিনেমা হলের সামনে একটি চা পান সিগারেটের দোকান চালাই। আমার স্ত্রী দুপুরে বাজার করতে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছিল। এর কিছুক্ষণ পরেই খবর পাই আমার স্ত্রী এক্সিডেন্ট করেছে রাজধানী মার্কেটের সামনে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই।

তিনি আরও জানান ,ঘাতক ওই মাইক্রোবাসটিকে আটক করেছে ট্রাফিক পুলিশ।সে দুই ছেলে সন্তানের জননী ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানায়, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারী থানা পুলিশকে জানিয়েছি।


আমার বার্তা/এম রানা/এমই