বৈষম্যের শিকার থেকে রক্ষা পেতে নারীদের সচেতন হতে হবে
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নারী নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে এজন্য পুরুষরাই দায়ী। নারীদের আরও সচেতন হতে হবে। আমরা নারীদের নারী নয়, মানুষ হিসেবে দেখতে চাই।
শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি। এসময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেন প্রমুখ।
বক্তব্যে হাসান হাফিজ বলেন, নারীদের আমরা সামগ্রিকভাবে বঞ্চিত রাখি। নারী নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে, এজন্য পুরুষরাই দায়ী। নারীদের আরও সচেতন হতে হবে। সাম্প্রতিক একটি ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যেন নারী দিবস পালন করতে না হয়। নারীকে নারী হিসেবে নয়, মানুষ হিসেবে তাদের দেখতে চাই। নারীদের অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তারা আরও এগিয়ে যাবে।
বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন বলেন, শুধু নারী দিবস পালন করলেই হবে না, নারীদের সর্বক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে নিতে হবে। এজন্য আমাদের ভূমিকা রাখতে হবে। নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তাদের নিয়ে শুধু লোক দেখানো কথা বললে হবে না, তাদের ব্যাপারে আমাদের আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য শিরিন সুলতানা, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, উল্কা হোসেন, মাহাশরুপা টুবন, দেওয়ান মাসুদা সুলতানা।
আমার বার্তা/এমই