বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৬:৪৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর কাউন্সিল হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএসসি এর সদস্য ডা. মো. আমিনুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. তাজুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সচিব ডা. মো. সারোয়ার বারী, সমিতির সহ-সভাপতি কমোডর সানাউল নোমান (অব:), ড. মো. শাহজাহান, ড. মোহাম্মদ আমজাদ হোসেন, ইফতার অনুষ্ঠানের আহ্বায়ক এবং সমিতির সহ-সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন, সাধারণ সম্পাদক লায়ন মো. এমরানুল হক, কোষাধ্যক্ষ শেখ আজিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, বৃহত্তর কুমিল্লা যুব সমিতি, ঢাকা-এর মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. জাকির হোসেন।
আমার বার্তা/এমই