চকবাজারে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত, আটক ১

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১২:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর চকবাজারে ইসলামবাগ পোস্তা জমিদার গলির জামাল মিয়ার বাড়িতে বাসায় ঢুকে চুরি করতে গিয়ে আবু মুসা (৪০) ও তার স্ত্রী শাহনাজ আখতারকে (৩৫) এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত করে এক। পরে এই ঘটনায় গণপিটুনি দিয়ে সোহাগ(১৮) নামে এক চোরকে ধারালো অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেছে জনতা।

মঙ্গলবার(৮ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে সকাল ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম।তিনি জানান, চকবাজার এলাকার ইসলামবাগ পোস্তা জমিদার গলির জামাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন আবু মুসা ও শাহনাজ আক্তার দম্পতি। সকালে ঘুম থেকে উঠে আবু মুসা রুমের বাইরে ওয়াশরুমে যায়। এই সময় রুমের দরজা ফাঁকা পেয়ে সোহাগ নামে ওই যুবক রুমে ঢুকে।পরে আবু মুসার স্ত্রী শাহনাজ আক্তার দেখে ফেললে চিৎকার শুরু করে এ সময়ে সোহাগ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে তার চিৎকারে তার স্বামী ওয়াশরুম থেকে আসলে তাকেও এলোপাথাড়ি ছুরিকাঘাতে করে। 

পরে আশেপাশের ভাড়াটিয়া ও স্থানীয় জনতা এসে সোহাগ নামে ওই যুবককে ধারালো অস্ত্র সহ আটক করে গণপিটুনি দেয়। পরে আমাদেরকে খবর দিলে আমরা আবু মুসা ও তার স্ত্রী শাহনাজ এবং ওই যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। তারা তিনজনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মূলত সোহাগ চুরি করার উদ্দেশ্যে ওই বাসায় ঢুকে ছিল এবং চিৎকার করলে সে স্বামী স্ত্রী দুজনকে ছুরিকাঘাত করে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।


আমার বার্তা/এম রানা/জেএইচ